Sunday, September 7, 2014

ধাড়ি ইঁদুর

ধাড়ি ইঁদুর (বা ধেড়ে ইঁদুর) বাংলাদেশের সবচেয় বড় আকারের ইঁদুর৤ এর বৈজ্ঞানিক নাম Bandicota indica [২] একে কখনও কখনও বড় ইঁদুর বা বড় ধাড়ি ইঁদুর নামেও অভিহিত করা হয়৤ এটি বিবরবাসী, নিশাচর জীব৤ জনপদের কাছাকাছি থাকতে ভালবাসে

বহিরাঙ্গ[সম্পাদনা]

ধাড়ি ইঁদুরের কান মাঝারি আকারের, আকৃতি গোলাকার৤ এর লেজের দৈর্ঘ্য মস্তকসহ দেহের সমান৤ গায়ের লোম রুক্ষ, কিছু অংশকণ্টকাকীর্ণ৤ পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে দীর্ঘ কালো রঙয়ের চুল থাকে যে জন্য কালচে বাদামী দেখায়৤ দেহের পাশ্র্ব ধূসরাভ, দেহতল ধূসরাভ বাদামী বর্ণের হয়ে থাকে৤ মস্তকসহ দেহের দৈর্ঘ্য ২১ থেকে ৩৪ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে৤ লেজের দৈঘ্র্য ১৬ থেকে ৩৪ সেন্টিমিটার পর্যন্ত দেখা গেছে৤

বিস্তৃতি[সম্পাদনা]

গ্রামে এবং শহরাঞ্চলে এদের প্রচুর দেখা যায়, দেখা যায় আবাদি জমি এবং অগভীর জঙ্গলে৤ সুন্দরবন বাদে বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়৤ এছাড়া ভারত, চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, মালযয়শিয়া, নেপাল, শ্রীলংকা, তাইওয়ান ও থাইল্যাণ্ডে এই ইঁদুর প্রচুর দেখা যায়৤ মরুভূমি ও পার্বত্য অঞ্চলে লভ্য নয়৤ এর মানব জনপদের কাছাকাছি থাকতে পছন্দ করে৤ বাগান, আস্তাবল, পোষা প্রাণীর খোঁয়ার, রান্না ঘর, ভাাঁড়ার ইত্যাদি স্থানে এদের ঘোরাফেরা৤

খাদ্য[সম্পাদনা]

এরা নানা অমেরুদণ্ডী প্রাণী যেমন পোকামাকড়, কাঁকড়া খেয়ে থাকে৤ তবে ধাড়ি ইঁদুর সর্বভূক বলে খ্যাত: যা পায় সবই খায়৤ শাক-সব্জি, ঘাস, শেকড়-বাকড়, গৃহের পরিত্যাক্ত খাদ্য বস্তু, মাটির নিচের আলু, গাজর, মূলা, ধান-চাল, শামুক ইত্যদি সবই এরা সাগ্যহে গলধকরণ করে৤ [৪]

প্রজনন[সম্পাদনা]

ধাড়ি ইঁদুরের প্রজনন মৌসুম সারা বছর ধরে ব্যাপ্ত৤ প্রতিবারে একটি মাদি ইঁদুর ১ থেকে ১৯ পর্যন্ত বাচ্চা প্রসব করে৤ গুদামের বাৎসরিক হিসাব থেকে দেখা যায় যে একটি মাদি ইঁদুর বৎসরে গড়ে প্রায় ৭০টি বাচ্চা প্রসব করে.


to know more click this link

No comments:

Post a Comment